জীবন (Life) বলতে কী বোঝো? জীবনের প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো। - edu bangla online

জীবন (Life) বলতে কী বোঝো? জীবনের প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

বৃদ্ধি, বিপাক, পরিব্যক্তি, বিবর্তন এবং জেনেটিক বস্তুর পুনরুৎপাদন প্রভৃতি বিভিন্ন প্রকার জৈবনিক কার্যকলাপ সম্পন্ন করার ক্ষমতাকেই জীবন বা প্রাণ বলা হয়।

জীবন (Life) বলতে কী বোঝো? জীবনের প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।



উত্তর। জীবন: বৃদ্ধি, বিপাক, পরিব্যক্তি, বিবর্তন এবং জেনেটিক বস্তুর পুনরুৎপাদন প্রভৃতি বিভিন্ন প্রকার জৈবনিক কার্যকলাপ সম্পন্ন করার ক্ষমতাকেই জীবন বা প্রাণ বলা হয়। জীবন হল এক গতিময় (dynamic) এবং বহুবিধ ভৌত-রাসায়নিক ক্রিয়ার আধার।


জীবন (Life) বলতে কী বোঝো? জীবনের প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
জীবন (Life) বলতে কী বোঝো? জীবনের প্রধান তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো।



🌿 জীবানর প্রধান তিনটি বৈশিষ্ট্য:


১ ) বৃদ্ধি (Growth): 


প্রত্যেক জীবেরই বৃদ্ধি সম্পন্ন হয়। দেহে খাদ্য সংশ্লেষ বা খাদ্য গ্রহণ, পরিপাক ও আত্তীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজমের সংশ্লেষণ ঘাটে। এর ফলে সামগ্রিকভাবে জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ী ঊর্ধ্বমুখী বৃদ্ধি সম্পন্ন হয়। জীবের বৃদ্ধি সবসময়ই অভ্যন্তরীণ।


যেমন- উদ্ভিদের বৃদ্ধি: বীজের অঙ্কুরোদ্গম 👉 শিশুচারা 👉 চারাগাছ  👉পরিণত উদ্ভিদ।


২) উত্তেজিতা (Irritability): 


জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উত্তেজনায় সাড়া দেওয়া ও সংবেদনশীলতা। বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে উত্তেজিতা বলে। 


যেমন- লজ্জাবতীর গাছের পাতাকে স্পর্শ করলে পত্রকগুলি মুড়ে যায়।


লজ্জাবতীর পাতা 👉 পত্রকগুলির মুড়ে যাওয়া ও পাতাটি ঝুলে পড়া (উত্তেজিতা বা সংবেদনশীলতা)



৩) প্রজনন ও বংশবিস্তার (Reproduction):


জীবনের আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল প্রজনন বা জনন। জননের মাধ্যমে প্রতিটি জীব তার নিজ সত্তাবিশিষ্ট অপত্য সৃষ্টি করে বংশবৃদ্ধি ঘটায়। জনন ও বংশবৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে জীবনের অস্তিত্ব বজায় থাকে।


যেমন-


উদ্ভিদ ► ফুল বা দেহাংশ বা রেণু ► অপত্য ► বংশবিস্তার

প্রাণী ► দেহাংশ বা ডিম পাড়া বা পূর্ণাঙ্গ শাবক প্রসব ► অপত্য ►বংশবিস্তার

অণুজীব কোশবিভাজন অপত্য বংশবিস্তার

ভাইরাস ► প্রতিলিপিকরণ ► অপত্য বংশবিস্তার

Post a Comment