আকাশ ভরা সূর্য তারা প্রশ্ন ও উত্তর - edu bangla online

আকাশ ভরা সূর্য তারা প্রশ্ন ও উত্তর

সন্ধেবেলা আকাশের দিকে তাকালে দেখি সেখানে ঝিকমিক করছে অসংখ্য আলোর বিন্দু। দেখে মনে হয় একটা কালো চাদরের গায়ে যেন অনেকগুলো ফুটো করা আছে।

আকাশ ভরা সূর্য তারা প্রশ্ন ও উত্তর


মহাবিশ্বঃ সন্ধেবেলা আকাশের দিকে তাকালে দেখি সেখানে ঝিকমিক করছে অসংখ্য আলোর বিন্দু। দেখে মনে হয় একটা কালো চাদরের গায়ে যেন অনেকগুলো ফুটো করা আছে। এই অসংখ্য আলোর বিন্দুগুলি হয় গ্রহ নয় উপগ্রহ, নয়তো নক্ষত্র। এছাড়াও আছে ছায়াপথ এবং ধূমকেতু। এদের সবাইকে এককথায় বলে 'জ্যোতিষ্ক'। আর এই কোটি কোটি গ্রহ নক্ষত্র রয়েছে এক অসীম শূন্যস্থানে। এই সমস্ত কিছু নিয়ে তৈরি মহাবিশ্ব বা ইউনিভার্স (Universe), 


আকাশ ভরা সূর্য তারা প্রশ্ন ও উত্তর
আকাশ ভরা সূর্য তারা প্রশ্ন ও উত্তর


মহাবিশ্ব কী, এর আকার, আয়তন, এর সৃষ্টি নিয়ে বহু মতভেদ রয়েছে। আধুনিক এক মত অনুসারে আমাদের এই মহাবিশ্বের সমস্ত পদার্থ বালির কণার চেয়েও ছোটো ছিল। প্রায় 1400 কোটি বছর আগে মহাবিশ্বের প্রসারণ শুরু হয়। চারিদিকে প্রচুর তাপ এবং অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে। তার সাথে ধূলিকণা, গ্যাস আর মহাজাগতিক মেঘের সৃষ্টি হয়। কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ, গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা। এরা সবাই চলমান অবস্থায় আছে এবং ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। সীমাহীন মহাবিশ্ব ঠিক কতদূর বিস্তৃত তা সত্যই মানুষের কল্পনার বাইরে। এককথায় বলা যেতে পারে আমরা পৃথিবীর মানুষজন মহাবিশ্ব সম্বন্ধে খুব সামান্যই জানতে পেরেছি।


অতি-সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


1. সূর্য থেকে পৃথিবী কতদূরে অবস্থিত? 

উঃ। সূর্য থেকে পৃথিবী প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত।


2. চাঁদ পৃথিবী থেকে কত গুণ হালকা? 

উঃ। চাঁদ পৃথিবী থেকে ছয় গুণ হালকা।


3. সুর্যের বয়স কত? 

উঃ। সূর্যের বয়স 500 কোটি বছর।


4. সৌরজগতে পৃথিবী ছাড়া আর কটি গ্রহ আছে? 

উঃ। সৌরজগতে পৃথিবী ছাড়াও আরও সাতটি গ্রহ আছে।


5. একটি বামন গ্রহের নাম লেখো। 

উঃ। একটি বামন গ্রহ হল প্লুটো।


6. সৌরজগতের বৃহত্তম বহিস্থ গ্রহ কোন্টি?

উঃ। সৌরজগতের বৃহত্তম বহিস্থ গ্রহ হল বৃহস্পতি।


7. আমাদের ছায়াপথের নাম কী? 

উঃ। আমাদের ছায়াপথের নাম আকাশগঙ্গা।


9. আকাশগঙ্গা ছায়াপথে সূর্য ছাড়া সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কী?

উঃ। সূর্য ছাড়া সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেনটিউরি।


9. সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কী? 

উঃ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম বুধ। 


10 . প্রথম মহাকাশে কোন্ প্রাণী যায়?

 উঃ। প্রথম মহাকাশে যায় লাইকা নামে একটি কুকুর।


11. পৃথিবীর প্রথম পুরুষ ও মহিলা মহাকাশচারী কারা? 

উঃ। পৃথিবীর প্রথম পুরুষ মহাকাশচারী ইউরি গ্যাগারিন ও পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেশকোভা।


12. পৃথিবীর জনসংখ্যা কত? 

উঃ। 2018 সালে পৃথিবীর জনসংখ্যা প্রায় 760 কোটি।


13. কল্পনা চাওলা কে ছিলেন?

উঃ। প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন, 1997 সালের 1লা ফেব্রুয়ারি।


14. সুনীতা উইলিয়ামস কে? 

উঃ। জন্মসূত্রে তিনিই দ্বিতীয় ভারতীয় মহিলা মহাকাশচারী যিনি সব থেকে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন।

Post a Comment