আজকের গ্ৰাম ও শহরের কথা প্রশ্ন ও উত্তর - edu bangla online

আজকের গ্ৰাম ও শহরের কথা প্রশ্ন ও উত্তর

আমরা অনেকেই যেমন গ্রামে বাস করি, তেমনই কেউ কেউ আবার বাস করি শহরে। যারা গ্রামে বাস করি তাদের শহর সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার।

আজকের গ্ৰাম ও শহরের কথা 


আমরা অনেকেই যেমন গ্রামে বাস করি, তেমনই কেউ কেউ আবার বাস করি শহরে। যারা গ্রামে বাস করি তাদের শহর সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। আবার যারা শহরে বাস করি গ্রাম সম্পর্কে তাদের ধারণা থাকা দরকার। গ্রাম ছাড়া যেমন শহর বাঁচে না, তেমনি শহর ছাড়া গ্রাম বাঁচে না।

আজকের গ্ৰাম ও শহরের কথা প্রশ্ন ও উত্তর
আজকের গ্ৰাম ও শহরের কথা প্রশ্ন ও উত্তর 


আজকের গ্ৰাম ও শহরের কথা প্রশ্ন ও উত্তর 

 

একটি বাক্যে প্রশ্নের উত্তর:


প্রঃ বোরো ধানের চাষ কখন হয়?

উত্তর : বোরো ধানের চাষ শীতকালে হয়।


প্রঃ কলের লাঙল কাকে বলে?

উত্তর: ট্রাকটরকে কলের লাঙ্গল বলে।


প্রঃ গ্রামের বাড়িঘর কেমন?

উত্তর: গ্রামের বাড়ির দেওয়াল মাটির আর চাল বা ছাউনি খড়ের হয়।


প্রঃ শহরের বাড়িঘর কেমন?

উঃ শহরের বাড়িঘর পাকা ইঁটের তৈরী।


প্রশ্নঃ দুটি গাড়ির নাম লেখো যা বিদ্যুতে চলে?

উঃ ট্রাম ও ট্রেন গাড়ি বিদ্যুতে চলে।


প্রঃ গ্রামের মানুষ কীভাবে কাছাকাছি জায়গায় যাতায়াত করত?

উঃ গ্রামের মানুষ পায়ে হেঁটে, সাইকেলে চেপে কাছাকাছি জায়গায় যাতায়াত করত।


প্রঃ শহরের মানুষ কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়?

উঃ শহরের মানুষ গাড়িতে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়।


প্রঃ শ্রমিক কাদের বলে?

উঃ যারা কলকারখানায় কাজ করেন। তাদের শ্রমিক বলে।


প্রশ্নঃ যে জায়গা থেকে উড়োজাহাজ উঠানামা করে তাকে কী বলে?

উঃ তাকে বিমানবন্দর বা এয়ারপোর্ট বলে।


প্রশ্নঃ কোলকাতা শহরের বিমান বন্দরটির নাম কী?

উঃ দমদম বিমানবন্দর (বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর)।


প্রশ্নঃ টেলিফোনকে বাংলায় কী বলে?

উঃ টেলিফোনকে বাংলায় বলে দূরাভাষ।


প্রশ্নঃ অসুখ হলে মানুষ চিকিৎসার জন্য কোথায় যায়?

উঃ অসুখ হলে মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে যায়।


বোধমূলক প্রশ্নোত্তর


প্রঃ গ্রামে কী কী গাছ দেখা যায়?

উঃ গ্রামে আম, জাম, কাঁঠাল, বট, খেজুর, তাল, নিম, পলাশ, কৃষ্ণচূড়া, ইউক্যালিপটাস, দেবদারু আরো নানা গাছ দেখা যায়।


প্রশ্নঃ গ্রামে কী কী সবজি দেখা যায়?

উঃ গ্রামে উচ্ছে, বেগুন, পটল, মুলো, কলা, ঢেঁড়শ, ঝিঙে, পুঁইশাক, ফুলকপি, বাঁধাকপি, টম্যাটো আরো কত সবজি দেখা যায়।


প্রশ্নঃ গ্রামের মানুষ কীভাবে দেশ বিদেশের খবর জানতে পারেন?

উঃ গ্রামের মানুষ রেডিয়োর মাধ্যমে ও দূরদর্শনের মাধ্যমে দেশ বিদেশের খবর। জানতে পারেন।


বর্ণনামূলক প্রশ্নোত্তর


প্রঃ সভ্যতা কাকে বলে?

উঃ মানুষ প্রথমে আগুন জ্বালাতে জানতো না, এখন আগুন জ্বালাতে পারে। আগে কথা বলতে পারতো না, এখন পারে। আগে পোষাক পরতো না, এখন পোষাক। পরে। আগে ঘর বাঁধতে জানতো না, এখন জানে। মানুষের অবস্থার ক্রম অগ্রগতিকেই সভ্যতা বলে।

Post a Comment